প্রথম খুতবা
সূচনা
إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا
مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلا تَمُوتُنَّ إِلا وَأَنْتُمْ مُسْلِمُونَ قال الله تعالى
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا وقال تعالى
كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ وقال تعالى
يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
فَإِن أَصْدَقُ الْحَدِيثِ كِتَابُ اللهِ تَعَالَى وَأَحْسَنُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا
وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ
أَمَّا بَعْدُ
অতঃপর!
হে আল্লাহর, হে আল কুদ্দুসের বান্দারা ! আসুন, আমি, আপনারা, আমরা সবাই যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করি! আমরা আল্লাহর কিতাব এবং রাসুল এর সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরি, মন ও মননে ধারণ করি!
জুমা'য় আগত প্রিয় মুসলিম ! আল কুদ্দুস সেই পবিত্র মহান সত্ত্বা যিনি সমস্ত ত্রুটি, অজ্ঞতা, দুর্বলতা, সকল ধরণের অসম্পূর্ণতা থেকে মুক্ত এবং অত্যন্ত খাঁটি। যে সমস্ত গুণাবলী বা চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের ইন্দ্রিয়গুলি বুঝতে পারে, বা এমনকি কল্পনা করতে পারে, সে সমস্থ কিছু থেকে আল্লাহ আযযা ওয়া জাল, আল কুদ্দুস পূত পবিত্র এবং অনেক অনেক... অনেক উপরে, দূরে এবং মুক্ত। একমাত্র তিনি, সুবহানাহু ওয়া তা'লা, সব ধরণের প্রশংসার অধিকারী। আল্লাহ আল কুদ্দুসের ব্যাপারে ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ কত সুন্দর করেই না বলেছেন, “কোন প্রশংসাকারীর প্রশংসা করার আগে থেকে আল্লাহ আযযা ওয়া জাল স্বতঃই প্রশংসিত"! পূত পবিত্রতার বাস্তবতা, যা মহাবিশ্বে প্রাকৃতিকভাবে উপস্থিত বলে আমরা দেখি, মনে করি বা অনুভব করি, তা হ'ল আল্লাহ সর্বশক্তিমানের, আল কুদ্দুসের মুবারক নামের প্রকাশ বা Manifestation। আল্লাহর সুন্দরতম নাম সমূহ, 'আসমা আল হুস্না' নিয়ে আমাদের চলমান ধারাবাহিক খুতবায় আজকের বিষয় হল 'আল কুদ্দুস' নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, যাতে করে আমরা এই মুবারক নাম বুঝার চেষ্টা করি, এবং সে অনুযায়ী জীবন যাপন করতে পারি।
ভাষাগত ভাবে আল কুদ্দুসঃ আরবী ক্রিয়ামূল 'কা'ফ, দাল, সিন' থেকে যে সকল ধ্রুপদী আরবী অর্থগুলি নেয়া হয় সে গুলো হচ্ছেঃ পবিত্র, অপরিচ্ছন্নতা বা অপূর্ণতা থেকে দূরে সরিয়ে শুদ্ধ, বিশুদ্ধ, পরিষ্কার, বা দাগহীন হওয়া। আল কুদ্দুস নামের আরেকটি অর্থ হ'ল, সেই মহামহিম সত্ত্বা যিনি তাঁর সৃষ্টিগুলিকে জাগতিক ও আধ্যাত্মিক উভয় প্রকারের যাবতীয় ত্রুটি থেকে পরিশুদ্ধ করেন।
লেখকঃ আবু আমনুন সায়্যিদ।
সম্পূর্ণ লেখা পড়তে "DOWNLOAD PDF" বাট্নে এ ক্লিক করুন।
0 Comments
Post a Comment